আন্তর্জাতিক ডেস্কঃ সামরিক সমর্থনের জন্য আহ্বান জানিয়ে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, এ যুদ্ধে জিততে পারে ইউক্রেন। খবর আল-জাজিরার।
উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর প্রধান আরো বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ মস্কোর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না।
এদিকে, আনুষ্ঠানিকভাবে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা জানিয়েছে ফিনল্যান্ড। রোববার দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসটো এ ঘোষণা দিয়েছেন।
রাজধানী হেলসিঙ্কিতে প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সাউলি জানিয়েছেন, তার দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করবে।
Leave a Reply