ক্রিড়া ডেস্কঃ পেসার-স্পিনার কোনো কিছুতেই কাজে আসছে না। সমানতালে রান তুলে যাচ্ছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল-অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১০৮.৪ ওভারে তাইজুলকে চার মেরে ৩০০ পার করেন চান্দিমাল, এক বল ডট দিয়ে এগিয়ে এসে আবার ৬। এভাবেই দিনের শুরু থেকে স্বাগতিক বোলারদের শাসন করে যাচ্ছেন দুজনে। চান্দিমাল ফিফটি তুলে নিয়েছেন আর ম্যাথুজ আছেন দেড়শর পথে।
স্কোর: শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৩০৮/৪ (১০৯ ওভার)
তাইজুল ইসলামকে লং অনে ড্রাইব করে সিঙ্গেল নেন দীনেশ চান্দিমাল। ১২৮ বলে দেখা পেয়ে যান ২১তম ফিফটির। ম্যাথুজের সঙ্গে চান্দিমালের গড়া জুটি ভাবাচ্ছে বাংলাদেশকে। দুজনের জুটি ইতিমধ্যে পেরিয়ে গেছে শতরান। এদিকে ১১৪ রানে দিন শুরু করা ম্যাথুজ আছেন দেড়শর পথে। ১৩৫ রানে ব্যাট করছেন এই অলরাউন্ডার।
দিনের শুরুতেই শতরানের জুটি, এগোচ্ছে শ্রীলঙ্কা
শুরুতেই ম্যাথুজকে আউটের সুযোগ হাতছাড়া
দিনের চতুর্থ ওভারে ম্যাথুজকে আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। খালেদের বল তার ব্যাট ছুঁয়ে যায় লিটনের গ্লাভসে। কিন্তু কেউই বুঝতে পারেননি এটি। আবেদনও করেননি কোনো ফিল্ডার। ১১৯ রানে বেঁচে যান ম্যাথুজ। এর আগের দিন ৬৯ রানে জীবন পেয়েছিলেন। আজ শুরুতেই ম্যাথুজকে ফেরাতে পারলে বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় থাকতো।
৪০০ রানে লঙ্কানদের আটকে রাখতে চান হেরাথ
উইকেট ব্যাটিংয়ের জন্য সহায়ক হলেও বাংলাদেশের স্পিন কোচ হেরাথ মনে করেন তাদের ৪০০ রানের নিচে আটকানো সম্ভব। দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কান এ কোচ বলেছেন, ‘আমরা যদি সকালে দ্রুত ২ উইকেট তুলে নিতে পারি তাহলে ম্যাচে প্রভাব বিস্তার করতে পারবো। ৪০০ এর নিচে আটকে রাখতে পারবো। তাদেরকে আরও ১২০-১৩০ রানের ভেতরে অলআউট করতে হবে আমাদের।’
সেঞ্চুরিয়ান ম্যাথুজের লক্ষ্য ৫০০
১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথুজ দিনের খেলা শেষ করেছেন। তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ৩৪ রানে। তাদের থেকে বড় কিছুর প্রত্যাশায় আছেন সতীর্থ কুশল মেন্ডিস। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মেন্ডিস বলেছেন, ‘আমি মনে করি ২৫৮ রান প্রথম দিন বিবেচনায় ভালো স্কোর। আমি মনে করি ৪০০ বা ৫০০ এর বেশি রান এই উইকেটে ভালো পুঁজি। তবে আমরা ৫০০ এর বেশি রান করতে চাই।’
ভালো অবস্থায় থেকে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা
অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থায় আছে শ্রীলঙ্কা। ৯০ ওভার শেষে দলটির সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান। দুজনের অপরাজিত জুটি থেকে আসে ১৪৮ বলে ৭৫ রান। প্রথম সেশন বাংলাদেশের দারুণ কাটে। দুটি উইকেট নেন নাঈম। তবে দ্বিতীয় সেশনে দেখা মেলেনি উইকেটের। তৃতীয় ও শেষ সেশনে ২ উইকেট নিলেও এক প্রান্তে আগলে রাখেন ম্যাথুজ। সেঞ্চুরি তুলে নিয়ে দলকে শক্ত অবস্থানে রেখে তবে দিন শেষ করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ ২টি উইকেট নেন নাঈম হাসান। ১টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। উইকেটশূন্য ছিলেন দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
Leave a Reply