বাসাইল সদর ইউপি নির্বাচনে এক সোহেলের বিপক্ষে আরেক সোহেল

বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোহেলের বিপক্ষে চমক দেখাতে আসছেন আরেক সোহেল।

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহানুর রহমান সোহেল। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরিফুল ইসলাম সোহেল। সোমবার (১৬ মে) দুপুরে ওই এলাকার অসংখ্য সমর্থক সোহেলের পক্ষে এসে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপস্থিত হন। এরপর শরিফুল ইসলাম সোহেল মনোনয়নপত্র জমা দেন।

শরিফুল ইসলাম সোহেল বলেন, সদর ইউনিয়নে ১৮ বছর যাবৎ ভোট দিতে পারে না ভোটাররা। তাদের জন্ম সনদ সহ বিভিন্ন কাজে হয়রানি হতে হচ্ছে প্রতিনিয়ত। দীর্ঘদিন চেয়ারম্যান না থাকায় এলাকার কোনও উন্নয়ন হয়নি। মানুষ এলাকায় সৎ, যোগ্য চেয়ারম্যান চাচ্ছে। দীর্ঘ দিন আমি এবং আমার পরিবার এলাকার এতিম, বিধবা, বয়স্কসহ সকল শ্রেণিপেশার মানুষদের বিপদে-আপদে সাধ্যমত পাশে দাঁড়িয়েছি। এজন্য ভোটাররা আমাকেই বেছে নিয়েছেন। আমি নির্বাচিত হলে ভোটারদের কথা রক্ষা কবরো। এলাকায় উন্নয়ন হবে, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, এ ইউনিয়নে শরিফুল ইসলাম সোহেল ছাড়াও সোহানুর রহমান সোহেলসহ আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap