বগুড়ায় সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনতাই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের মালতিনগর এলাকায় পুলিশ সুপার বাঙলোর সামনে থেকে সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনতাই করেছে অজ্ঞাতনামা দুইজন ছিনতাইকারী। গত মঙ্গলবার (২৫ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় পেশাগত কাজ ফুডপান্ডা খাবার ডেলিভারি দিয়ে বাইসাইকেল যোগে নারুলী থেকে ফেরার পথে এসপি বাঙলোর সামনে আসলে দুইজন মোটর সাইকেল আরোহী সাইকেলের গতিরোধ করে সাইকেলের হেন্ডেলের ওপর রাখা মোবাইলটি তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী মোঃ রাহেনুর ইসলাম একজন সংবাদ কর্মী ও ফুডপান্ডার রাইডার। তার মোবাইলের আইএমইআই নাম্বারগুলো হলো IMEI-১: ৮৬২৫২৫০৪২৫০৮৯৯৭, IMEI-২: ৮৬২৫২৫০৪২৫০৯০০৩. এবিষয়ে গতকাল রাতেই বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’র তথ্য মতে তার ফোন শাওমি এ-টু লাইট ফোনটির সর্বশেষ লোকেশন দেখাচ্ছিলো- নারুলী জিরো পয়েন্ট ইমরান হোটেল এর আশে পশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap