-
- টাংগাইল, সখিপুর
- সখীপুরে দাদা-নাতির মধ্যে ধস্তাধস্তিতে দাদার মৃত্যু
- প্রকাশের সময় : মে, ১৭, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ
- 118 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে দাদা-নাতির মধ্যে ধস্তাধস্তিতে বিশা মিয়া(৭৫) নামের এক দাদার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাতি রানা মিয়াকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। রানা ওই এলাকার আবু তাহেরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা একজন মাদকসেবী। এ নিয়ে পরিবারের মধ্যেই প্রায়ই ঝগড়া ও অশান্তি লেগেই থাকতো। নাতি মাদকসেবী হওয়ায় দাদা তাকে শাসন করতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে দাদা-নাতিনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ঘটনাস্থলেই দাদা বিশা মিয়ার মৃত্যু হয়।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, নিহত বিশা মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিক ধারনা করা হচ্ছে স্টোক করে সে মারা যেতে পারে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply