সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের’ উদ্বোধন

সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের’ উদ্বোধন করা হয়েছে। ১৭ মে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু এর উদ্বোধন করেন।

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ প্রকল্প বাস্তবায়ন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান নুরে আলম মুক্তা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী মো. লুৎফর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা.আজিমুদ্দিন আশিক, ডা.মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap