-
- আওয়ামীলীগ, কালিহাতী, টাংগাইল, রাজনীতি
- কালিহাতীর নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশের সময় : মে, ১৮, ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ণ
- 205 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হুরমুজ আলী তালুকদারকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া টি.আর.কে স্কুল এন্ড কলেজ মাঠে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হরমুজ আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সদস্য আবু নাসের,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, সহ-সভাপতি আজিজুর রহমান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,এবিএম নূরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, দপ্তর সম্পাদক আব্দুল কাদের ।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে হরমুজ আলী তালুকদারকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply