নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
শিক্ষার্থীরা হামদ নাথ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, পল্লীগীতি, ভাটিয়ালি, দেশাত্মবোধক নৃত্য, উচ্চাঙ্গসংগীতের নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সখীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাফেউল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান কে বি এম রুহুল আমিন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন সহ প্রমুখ।
প্রতিযোগিতায় উত্তীর্ণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply