মধুপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ -২০২২ উপলক্ষে শোভাযাত্রা করেছে উপজেলা ভূমি অফিস।
রবিবার সকাল ৯ টায় উপজেলা ভূমি অফিস আয়োজিত রেলিতে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সহকারি কমিশনার ( ভূমি) জাকির হোসাইন, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সনাক সদস্য সাংবাদিক আব্দুল লতিফসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহ -২০২২ উপলক্ষে উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবা স্টলে ভূমি সেবা গ্রহিতাদের মাঝে সেবা প্রদান করা হচ্ছে।
Leave a Reply