নাগরপুর প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর, রহমান হবির সঞ্চালনায় প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভপতি ও সাবেক প্রতিমন্ত্রী নাগরপুর-দেলদুয়ার গণমানুষের নেতা এড.গৌতম চক্রবর্তী।
প্রস্ততি সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ন আহ্বায়ক মো. রফিজ উদ্দিন, সদস্য মো. সেলিম মিয়া, মো. তোফাজ্জল হোসেন, সোরহাব আলী, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন ভূইয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুমান ভানু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন প্রমুখ।
প্রস্ততি সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/ সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply