মির্জাপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাইক্রোবাস থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২০ মে) দিকে উপজেলার গোড়াই জোড়পুকুরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হাপানিয়া গ্রামের বিষ্ণু চন্দ্রের ছেলে শ্রী বিশ্বজিৎ (২০), একই গ্রামের মৃত তায়েজ উদ্দিন সরদারের ছেলে ফারুক হোসেন (৩২)।

র‌্যাব-১২ এর ৩ নম্বর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসআই) এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোড়াই জোড়পুকুরপাড়া এলাকায় একটি মাইক্রোবাসের গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১৪ কেজি গাঁজা, দুইটি মোবাইলফোন ও ১২শ টাকা জব্দসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও।

আটক দু’জন দেশের বিভিন্ন জেলা থেকে গাড়িযোগে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap