নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইলের কালিহাতী পৌর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) কালিহাতী শহীদ শফি সিদ্দিকী চত্বরে আগামী তিন বছরের জন্য নব গঠিত কমিটির সভাপতি পদে পূণরায় আব্দুল মালেক তালুকদারকে ও সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেনকে ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৩৩ টাঙ্গাইল কালিহাতী ০৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী। উদ্বোধক ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এম.এ মালেক ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পলু, সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার, ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সহ ওই পৌর আওয়ামীলীগের ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
কাউন্সিলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সঞ্চালনা করেন মোঃ আলমগীর হোসেন এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া।
Leave a Reply