নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ফসলি জমিতে বালু ঘাট তৈরি করে বালুর ব্যবসা পরিচালনা বন্ধ ও দখলকৃত জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা।
শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাটিতাপাড়া এলাকায় ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারসহ তার সহযোগিরা দীর্ঘদিন ধরে ফসলি জমি দখল করে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। জমি ফেরত চাওয়ায় সে আমাদের জমি মালিকদের নানা ভাবে হয়রানি করে।
তারা বলেন, সম্প্রতি রমজান মাসে পাটিতাপাড়ার নজরুলের বালু ঘাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েক দিন পর জমি মালিক ফেরদৌসকে রাতের বেলায় ওরেন্ট ছাড়াই হ্যান্ডক্যাপ পড়িয়ে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে জমি মালিকদের।
ফসলি জমি ফেরতের দাবি জানিয়ে নেতৃত্ব ও মানববন্ধনে বক্তব্য রাখেন-জমি মালিক ফিরোজ ফকির, মোছা: ইতি বেগম, ফেরদৌস-সহ আরও অন্যান্য জমি মালিকরা। এসময় মানববন্ধনে শতশত ভুক্তভোগীরা অংশ নেন।
Leave a Reply