ক্রীড়া ডেস্কঃ রাশিয়ার হামলায় ইউক্রেনে দুর্বিষহ জীবন কাটছে দেশটির জনগণের। ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ শিরোপা তাদের উৎসর্গ করলেন ওলেক্সান্দার জিনচেঙ্কো।
প্রিমিয়ার লিগের ট্রফি ইউক্রেনের পতাকায় মুড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সিটি তারকা।
তিনি আরো বলেছেন, ‘আমি ইউক্রেনিয়ান হতে পেরে এবং ইউক্রেনে এই শিরোপা নিতে পেরে অনেক গর্বিত, এটি সব ইউক্রেনিয়ান জনগণের জন্য কারণ এটা তাদের প্রাপ্য।’
দেশের জনগণকে উদ্দেশ্য করে জিনচেঙ্কো বলেছেন, ‘এটা আমার জন্য সবকিছু- এই মানুষগুলোর জন্য ও তাদের সমর্থনের জন্য আমি মরে যেতে পারি। তারা আমাকে যা দিয়েছে এবং এই সময়ে যা করেছে, আমার জীবনের কঠিন সময়ে, আমি খুব কৃতজ্ঞ, কখনও ভুলব না এটি, আমার জীবনে কখনও না। যুদ্ধের শুরুতে আমি ফুটবল নিয়ে ভাবতে পারতাম না, আমার দেশে যা ঘটছিল তাতে এটা ছিল অসম্ভব। কিন্তু যে সমর্থন পেয়েছি, আমরা করে দেখালাম। আমি আশা করি আমরা এগিয়ে যাব কারণ এই চমৎকার ক্লাবের এটা প্রাপ্য।’
Leave a Reply