টাঙ্গাইল প্রতিনিধিঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের আয়োজনে উত্তর টাঙ্গাইল মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে ৫ উইকেট ও ৮৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে কালিহাতী ও ঘাটাইল প্রেসক্লাব।
টাঙ্গাইলে সাংবাদিকদের বৃহৎ সংগঠন ‘উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ এর উত্তর টাঙ্গাইল মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি উদ্বোধন করা হয়। টসে জিতে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাব’র সভাপতি এডভোকেট জাফর আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাব’র সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌর মেয়র নূর-এ-আলম সিদ্দিকী,
আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশনের এমডি মো. লোকমান হোসেন, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম প্রমুখ।
প্রসঙ্গত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে খেলা তিনটি ভ্যানুতে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবগুলো হলো ভ‚ঞাপুর-গোপালপুর প্রেসক্লাব, মধুুপুর-ধনবাড়ী প্রেসক্লাব, ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব।
Leave a Reply