নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা সখিপুর টাঙ্গাইল ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা নির্বাচিত হয়েছে এবং ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের গুলজারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মাদরাসা নির্বাচিত হয়েছেন।
জামিয়াতুল মোদারেছিন সখিপুর উপজেলা শাখার সভাপতি কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসরে অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের গুলজারি বলেন, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও শিক্ষার্থী,অভিভাবকদের সহয়োগিতায় কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা উপজেলায় ৬ষ্ঠ বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা নির্বাচিত হয়েছে।
আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।
মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম বলেন, ধারাবাহিকতা বজায় রাখতে আরও পড়াশোনা করাতে হবে। তাদের দেখে অন্যদেরও উৎসাহিত হয়ে কাজ করে যেতে হবে।
Leave a Reply