নাগরপুর প্রতিনিধিঃ জনশুমারিতে তথ্যদিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন, এই স্লোগানে টাঙ্গাইলের নাগরপুরে ১৫ থেকে ২১ জুন দেশব্যাপি চলবে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
মঙ্গলবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম সিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, পরিসংখ্যান কর্মকর্তা মো. জয়নুল আবেদিন নাগরপুর থানার এস আই মো.জাঙ্গাগীর আলমসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply