সখীপুর প্রতিনিধিঃ সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৪-০গোলে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কাকড়াজান ইউনিয়ন পরিষদ।
আজ বিকেলে সৃষ্টিসংঘ মাঠে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো.হাফিজুর রহমানের সভাপতিত্বে সখীপুর-বাসাইলের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, এসএম কামরুল হাসান, দুলাল হোসেন, নূরে আলম মুক্তা,
আনসার আলী আসিফ, মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, আবদুল কদ্দুস শাওন, শাজাহান মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম খান, নজরুল ইসলাম নবু প্রমুখ।
Leave a Reply