নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের স্থায়ী-অস্থায়ী কর্মচারী ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের কর্মসেবায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ও নাগরিক সেবা বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা-২০২২ আয়োজন করা হয়েছে।
এতে বিশেষ করে দলিল লেখক ও নকলনবিশদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের দলিল লেখক সমিতির নিজস্ব ভবনে দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো.আতোয়ার রহমান ও দলিল লেখক মাসুদ রানা এর সঞ্চালনায় ও সাব-রেজিষ্ট্রার মাহমুদা এর সভাপতিত্বে নাগরপুর সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিষ্ট্রার মো.মাহফুজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার সাব-রেজিষ্ট্রার মো.খায়রুল বাশার ভূঁইয়া পাভেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন, সহ-সভাপতি মো.আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো.আরশেদ আলী,সাংগঠনিক সম্পাদক আউলাদ হোসেন,কোষাধ্যক্ষ মো.রবিউল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় নবীন-প্রবীন দলিল লেখকসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে দলিল লেখকদের মাঝে সাটিফিকেট বিতরণ করা হয়।
Leave a Reply