সখীপুর প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গত বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার ফলাফল প্রকাশ করেছে।
কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সখীপুর আবাসিক মহিলা কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আলাউদ্দিন আল আজাদ খান।
তিনি প্রায় ২৫ বছর যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তিনি ইতিপূর্বেও আরও দুই বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে সৎ, নিষ্ঠা, আন্তরিকতা এবং সাহসী পদক্ষেপ গ্রহণে দৃঢ় মনোভাব ব্যক্ত করেন।
Leave a Reply