নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রীষ্মকালীন ফল লিচু বিক্রিতে কম লিচু বিক্রির প্রতারণা ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে মোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২৪ মে (মঙ্গলবার) দুপুরে উপজেলার পৌর শহরের কাঁচা বাজার এলাকা ও বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমাণ পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম।
পৌর শহরের কাঁচা বাজার এলাকার নিতাই চন্দ্র ঘোষকে খোলা পাত্রে মিষ্টি রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২০০০ টাকা এবং বাসস্ট্যান্ড বাজারে লিচু বিক্রেতা বিদ্যুৎ ও শহীদকে লিচু কম দেয়ার অভিযোগে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, বাজারে গ্রীষ্মকালীন ফল হিসেবে তরমুজের পর সমানতালে পছন্দের তালিকায় থাকে সুস্বাদু লিচু। কিন্তু কিছু অসাধূ ব্যবসায়ী এই লিচুকে কেন্দ্র করে ১০০ টি লিচুর দামের বদলে ৮০ থেকে ৯০ টি লিচু বিক্রি করছে। যা অত্যন্ত দুঃখজনক ও প্রতারণা ব্যবসা।
অপরদিকে অন্য ক্রেতা বলেন, স্বাস্থ্য ঝুঁকিতে থেকে যাচ্ছে নিম্নমানের উপকরণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও মাছি, তেলাপোকা ইত্যাদি পড়ে থাকা মিষ্টি বিক্রি। যা শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)শেখ আলাউল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় ১০০টি লিচু বিক্রির কথা বলে সুকৌশলে ৮০ থেকে ৯০টি বিক্রি করে যাচ্ছিল এবং বাজারে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করে যাচ্ছিল।
পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে ৩জন ব্যবসায়ীকে সর্বমোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply