টাঙ্গাইলে স্কাউটসের ১৪তম জেলা মাল্টিপারপাস কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্কাউটসের ১৪তম জেলা মাল্টিপারপাস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা স্কাউটস ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফুল ইসলাম।

স্কাউটস ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদকের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, স্কাউটস জেলা শাখার কমিশনার ওয়াজেদ আলী খান শূর, সহকারী কমিশনার ওমর আলী ও আশিকুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সামছুল আলম প্রমুখ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জেলা শাখার সহকারী কমিশনার সামছুন্নাহার বেগম। এ সময় স্কাউটসের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটসের কার্যক্রম গতিশীল করতে। প্রতিটি উপজেলা ও স্কুল পর্যায়ে স্কাউটসের কমিটি থাকতে হবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। টাঙ্গাইল জেলাকে শতভাগ স্কাউটসের আওতায় আনার লক্ষে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap