নিজস্ব প্রতিনিধিঃ বাংলাটিভির ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদের সভাপতিত্বে ও বাংলাটিভির জেলা প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামাল এবং এনটিভির স্টাফ রিপোর্টার মহব্বত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী ও বাংলাটিভির সিনিয়র যুগ্মবার্তা সম্পাদক সালাহউদ্দিন বাদলসহ বিশিষ্টজনেরা।
পরে স্বরলিপি শিল্পীগোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সদ্য প্রয়াত আবদুল গাফফার চৌধুরীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান প্রধান অতিথি বলেন, বাংলাটিভি দেশ এবং প্রবাসীদের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।
Leave a Reply