নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে সকলে চ্যানেল ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ ১০ বছরের পথা চলায় অনেক দূর এগিয়েছে চ্যানেলটি। সংবাদ প্রচারে তারা নিরপেক্ষতা বজায় রাখছে। দূত সংবাদ পরিবেশনে চ্যানেলটি সুনাম কুড়িয়েছে সবার কাছে। দেশের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলের না জানা বিষয়গুলো সুন্দরভাবে খবরের মাধ্যমে তুলে ধরছে এই চ্যানেলের সংবাদকর্মীরা। সংবাদের পাশাপাশি বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রচার করছে। সকল শ্রেনি-পেশা ও বয়সি মানুষের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছে। এই চ্যানেলের কাছে মানুষের আরও আকাঙ্খা বৃদ্ধি পেয়েছে।
চ্যানেল ২৪ এর টাঙ্গাইল প্রতিনিধি ইফতেখারুল অনুপমের সভাপত্বিতে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয়, জাগোনিউজের টাঙ্গাইল প্রতিনিধি আরিফউর রহমান টগর, দৈনিক ভোরের ডাকের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রতিদিনের বার্তা সম্পাদক মাছুদ রানা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামীম আল মামুন, কালের কন্ঠের টাঙ্গাইল প্রতিনিধি কাজল আর্য্য, দীপ্ত টিভির টাঙ্গাইল প্রতিনিধি সুমন খান, দৈনিক যুগধারার সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক বণিক বার্তার টাঙ্গাইল প্রতিনিধি পারভেজ হাসান, দৈনিক প্রতিদিনের সংবাদের টাঙ্গাইল প্রতিনিধি এম কবির, বাংলাদেশ বুলেটিনের টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল্লাহ্ আল মাসুদ, ঢাকা ট্রিবিউনের আব্দুল্লাহ্ আল নোমান, দৈনিক ভোরের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মীর শামসউদ্দিন সায়েম, টি নিউজ বিডি ডটকমের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, কারক নিউজরে স্টাফ রিপোর্টার সজল রায়, দৈনিক ভোরের আকাশের টাঙ্গাইল প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক বাণিজ্য প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি হাসান সিকদার প্রমুখ।
Leave a Reply