নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খান। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৪ মে) উপজেলার দেওপাড়া ইউনিয়নে উদ্বোধনী অনুষ্ঠান এবং এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে (২০২১-২০২২) অর্থবছরের প্রকল্পের আওতায় ধলাপাড়া (R&H) দেওপাড়া জিসি পূরবাসিন্দা রাস্তায় ৫২,০০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সেমিপাকা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, উপজেলা নিবার্হী অফিসার মুনিয়া চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা এনামুল হক, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল করিম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েতুল্লাহ প্রমুখ।
সুধী সমাবেশ সঞ্চালনা করেন যুবলীগ নেতা ফরহাদ হোসেন।
Leave a Reply