সখীপুরের কালিয়া মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে ধূম্র জালের সৃষ্টি

সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে ধূম্র জালের সৃষ্টি হয়েছে।

এ নিয়ে এলাকায় ক্ষোভ উত্তেজনা দেখা দিয়েছে। এতে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জটিলতা নিরসনে দুই শতাধিক এলাকাবাসীর গণসাক্ষর সংবলিত সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে ওই

মাদ্রাসায় দুই মেয়াদের এডহক কমিটি ছিল।

জানা গেছে, উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় গত ১২ মে গভর্নিংবডির নির্বাচন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের বলেন, স্থানীয় এমপি মহোদয়ের নির্দেশে প্রস্তাবিত নামের তালিকা গত ১৫ মে গভর্নিংবডির সভাপতি হিসেবে আবদুর রহমানকে মনোয়ন দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠি‌য়ে‌ছি।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, আমি শুধু ওই মাদ্রাসার নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছি।

লিখিত অভিযোগকারীদের মধ্যে ওই মাদ্রাসার দাতা সদস্য বিল্লাল হোসেন, আবদুল আজিজ, অভিভাবক সদস্য শামসুল আলম বলেন, এলাকার গণমানুষের মতামতকে উপেক্ষা করে একজন অযোগ্য, অগ্রহণযোগ্য, দুর্নীতিবাজ ও মামলার আসামীকে গভর্নিংবডির সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রভাবশালী একটি মহল মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে তাকে সভাপতি পদে মনোনয়ন দিয়েছে। এতে মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তাকে ছাড়া এলাকার অন্য যে কোনো যোগ্য ব্যক্তিকে গভর্নিংবডির সভাপতি মনোনয়ন দিলে আমাদের অভিযোগ থাকবেনা। অন্যথায় সভাপতি পদ নিয়ে আরও জটিল পরিস্থিতি সৃষ্টির হওয়ার কথাও জানালেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap