নিজস্ব প্রতিনিধিঃ সুলতান সালাউদ্দিন টুকুকে যুবদলের সভাপতি করায় টাঙ্গাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ মে) বিকেলে শহরে আনন্দ মিছিল শেষে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করে দলীয় নেতাকর্মীরা।
বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে পথ সভায় জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সদস্য সচিব এম তৌহিদুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম,
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, শ্রমিক দল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২৭ মে (শুক্রবার) সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের গঠন করা হয়।
Leave a Reply