নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় পার্টি (জাপাতে) ব্যবসায়ী, চাকরিজীবী, সমাজ সেবক, কলেজ শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার ৪০ জন জাতীয় পার্টিতে যোগদান করেছেন। শুক্রবার (২৭ মে) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে দলীয় জেলা কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার আহ্বায়ক আবুল কাশেম।
এসময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন ও জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফকির শাহ আলম, এডভোকেট শামসুল আলম লাল, আবুল হোসেন, আবু তায়েব ও আ. কাদের তুলা, জাতীয় পার্টির নেতা মীর ওয়ারেজ আলী লিউ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আ. রাজ্জাক প্রমুখ।
এ সময় জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভায় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টিকে আগামীতে আরও এগিয়ে নেয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক পরামর্শ ও আহবান জানান বক্তারা।
Leave a Reply