নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নদীতে ডুবে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আমেনা আক্তার (১৬)। শুক্রবার (২৭ মে) বিকেলে মির্জাপুর উপজেলার নওগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মো.সাইফুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির সামনে লৌহজং নদীতে গোসল করতে যায় আমেনা। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খোঁজাখুজির পর আমেনাকে বাড়ির সামনের নদী থেকে উদ্ধার করে রাতে কুমুদিনী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার ডিউটি অফিসার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply