টাঙ্গাইলে পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর সমাপনী ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহ মেয়াদী ৬ষ্ঠ ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমে কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন শৃংঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap