নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী ৩৫, আনসার ব্যাটালিয়ন এর পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রউফ ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল। শেষে ভালো কাজের স্বীকৃতী স্বরুপ দলনেতা ও দলনেত্রীদের মাঝে পুরস্কার দেয়া হয়।
Leave a Reply