নাগরপুরে বিএনপি নেতা এড. গৌতম চক্রবর্তীর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের (নাগরপুর-দেলদুয়ার)-৬ আসনের জনপ্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কৃষকদলের সহ-সভাপতি উপজেলা বিএনপি’র সদস্য সাবেক প্রতিমন্ত্রী এড. গৌতম চক্রবর্তীর অন্তেষ্টিক্রিয়া সর্ম্পন হয়েছে।

উপজেলা বিএনপি’র আয়োজনে শনিবার সকালে নাগরপুর সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এড. গৌতম চক্রবর্তীর মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলী জানায় সর্বদলীয় নেতাকর্মী ও জনসাধারন।

পরে মামুদনগর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়। শেষ শ্রদ্ধাঞ্জলীতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সাধারন সম্পাদকসহ জেলা উপজেলা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও নাগরপুর উপজেলা আওয়ালীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্যঃ- শুক্রবার (২৭ মে) দুপুরে এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এক ছেলে দুই মেয়ের জনক তিনি। ১৯৫৫ সালের ৮ই মার্চ জন্ম গ্রহন ।

তিনি নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, নাগরপুর সরকারী কলেজ থেকে এইচএসসি ও ঢাকা হইতে স্নাতক পাশ করেন। ছাত্র জীবনে জাসদের রাজনীতির সাথে সম্পৃত্ত ছিলেন। ১৯৯৬ সালে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে তিনি ২য় বারের মত বিএনপি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে পানি সম্পাদ প্রতিমন্ত্রীর দ্বায়ীত্ব পালন করেন। তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নাগরপুর-দেলদুয়ারের সাধারন মানুষের কাছে জনপ্রিয় নেতা হয়ে উঠেন।

তার রাজনৈতিক জীবনে তিনি সব সময় সাধারন মানুষের পাশে অবস্থান নিয়েছেন। ছাত্র জীবনে তিনি বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছেন।

তার মৃত্যুতে নাগরপুর-দেলদুয়ার দলীয় নেতাকর্মীরা অভিভাবক শূন্য হয়ে পরেছে। তিনি নাগরপুর সদর ইউনিয়নের চৌধরীবাড়ী (হরিভূক্ত পাড়ার) শ্রী বিশ্বেশ্বর চক্রবর্তীর বড় ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap