নিজস্ব প্রতিনিধিঃ শনিবার (২৮ মে) ভোরে টাঙ্গাইল সদর উপজেলা ও গোপালপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান নেতৃতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৩১ লাখ টাকা। এছাড়া দুইটি মোবাইল ও নগদ ২ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে, গোপালপুর উপজেলা চর মোহাইল এলাকা থেকে ১৩ বোতল ফেন্ডিডিল উদ্ধার করা হয়েছে, যার মূল্য ২৬ হাজার টাকা। এছাড়া ১টি মোবাইল সহ হাতেনাতে ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানা ও গোপালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply