ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান চালিয়ে নিবন্ধনহীন একটি ক্লিনিক সীলগালাসহ কর্মরত একজন ডাক্তারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার (২৮ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডাক্তার সাইফুর রহমান খান।
ফারজানা ইয়াসমিন জানান, ঘাটাইল পৌর এলাকায় অবস্থিত কারা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালালে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ওই ক্লিনিকের মালিক মো.বিপ্লব মিয়াকে ৫ হাজার টাকা জরিামানাসহ ক্লিনিক সীলগালা করা হয়। ক্লিনিকে কর্মরত চিকিৎসক এ কে এম সরিাজুল ইসলাম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply