নিজস্ব প্রতিনিধিঃ সখিপুরের সরকারী মুজিব কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের রাস্তায় চলাচলের অসুবিধা দেখা যাচ্ছে বেশ কয়েক মাস যাবত। এ সমস্যা যেন সমাধান হতেই চাচ্ছে না। এদিকে শিক্ষার্থীদের যাতায়াতের ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের এই অসুবিধার কথা স্থানীয় সরকারি মুজিব কলেজ হল শাখা ছাত্রলীগ এর সভাপতি সুমন সীমান্ত কে জানালে অতি দ্রুত রাস্তা সংস্কার করে দেওয়ার কথা জানান।
অতঃপর সুমন সীমান্ত এর প্রচেষ্টায় ও মুজিব কলেজের সহযোগীতায় রাস্তাটির প্রাথমিক সংস্কার করা হয়েছে! এসময় আরও উপস্থিত ছিলেন মুজিব কলেজ ছাত্রলীগ এর বিভিন্ন কর্মীসহ রিজবি সিকদার শান্ত- প্রচার সম্পাদক,সখিপুর শহর শাখা
তাওহীদুল ইসলাম- সভাপতি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ প্রথম বর্ষ শাখা,ছাত্রলীগ । শাহাদত হোসেন রবিন, শিমুল হাসান, সোহাগ, আলহাজ, ইমন, আসিফ সহ আরও অনেকে।
উপরোক্ত ছাত্রলীগ নেতাগন জানান যে, ভবিষ্যতেও তারা কলেজের যেকোন সমস্যা সমাধানের চেষ্টা করবে।
Leave a Reply