নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,টাঙ্গাইল জেলা বিএনপি আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান।
৩০মে শহীদ ক্যাডেট একাডেমি,সৌখিন মোড় শাখায় আলোচনা সভায় সখীপুর উপজেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আঃ বাছেদ মাষ্টার,পৌর বিএনপি আহবায়ক মো.নাসির উদ্দিন,সদস্য সচিব মীর আবুল হাশেম আজাদসহ উপজেলা,পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply