নিজস্ব প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও বিএনপি’র প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ মে) দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন। তারমধ্যে ছিল গণভোজ, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা।
উপজেলা পৌর শহরের শহীদ জিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এডভোকেট আব্দুল খালেক মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সদস্য সচিব মো. খাইরুল ইসলাম খান প্রমুখ।
এছাড়াও উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও ওলামাদলের নেতৃবৃন্দরাও অংশ নেন। আলোচনা শেষে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলার সকল ইউনিয়নে গণভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply