নিজস্ব প্রতিনিধিঃ ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন, বিএমএ সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
Leave a Reply