নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে ২১০ মিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে পৌরশহরের নওয়াব বাড়ি গেট হতে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের সংযোগ সড়কে এ কাজের উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়ার মুহাম্মদ মনিরুজ্জামান বকল, কাউন্সিলর আব্দুর রাজ্জাক মেহফুজ, মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি খন্দকার রিপন, শিক্ষক এসএম আব্দুল আলিম, শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় মেয়র বলেন, ‘এ গুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের উপযোগী করেত ৩৮ লাখ টাকা বরাদ্দে সংস্কার করা হচ্ছে। এলাকাবাসী দাবি ছিল রাস্তটি সংস্কারের। উন্নয়নের ধারাবাহিকতায় পৌর সভায় কোন কাঁচা রাস্তা রাখা হবে না।’
Leave a Reply