সখীপুরে এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাঁচটি পথসভায় শত শত নেতা–কর্মীদের নিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী এডভোকেট আনোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

এ সময় ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সংসদ সদস্য জোয়াহেরুল।

১৫ জুন সখীপুর উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আরও ছয়জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে পাঁচজনই স্বতন্ত্র।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে বিশাল বহর নিয়ে গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বাজারে প্রথম পথসভায় অংশ নেন টাঙ্গাইল–৮ আসনের (সখীপুর–বাসাইল) সংসদ সদস্য জোয়াহেরুল। এরপর তিনি পর্যায়ক্রমে তিনি কীত্তণখোলা বাজার, পাথারপুর চৌরাস্তা বাজার, ইছাদীঘি বাজার ও রাত আটটায় জয়বাংলা বাজারের পথসভায় বক্তব্য দেন।

এসব পথসভায় তাঁর সফরসঙ্গী ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনসহ শতাধিক জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগের নেতা–কর্মী। এ ছাড়া শতাধিক তরুণ মোটরসাইকেল নিয়ে সংসদ সদস্যের গাড়ির বহরের সঙ্গে মিছিল সহকারে অংশ নেন।

সংসদ সদস্য একজন আইনজীবী হয়েও নির্বাচনী বিধি লঙ্ঘন করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই ইউনিয়নের পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) বাদল মিয়া জানান, তাঁরা পাঁচ প্রার্থী আগামীকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) নুরুজ্জামান তালুকদার বলেন, সংসদ সদস্য এভাবে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নৌকা প্রতীকের কর্মী ও বহিরাগত সন্ত্রাসী বাহিনী নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল করে নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটানিং কর্মকর্তা আতাউল হক বলেন, বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap