নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের রাবনা বাইপাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২৭ গ্রাম হেরোইন’সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
গত বৃহস্পতিবার (২ জুন) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে এ আভিযান পরিচালিত হয়। অভিযানিক দল টাঙ্গাইল সদর থানার রাবনা বাইপাস এলাকার নিটল সি, এন, জি পাম্পের সামনে অভিযান পরিচালনাকালে ১২৭ গ্রাম হেরোইন (যার আনুমানিক মূল্য (১২,৮০,০০০/-), ৩টি মোবাইল এবং ১০০০/- নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে মোঃ আহাদুল এর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০) ও মৃত- আব্দুস সামাদ এর স্ত্রী মোছাঃ বেগম (৪৫), উভয় গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের বাসিন্দা। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে।
ধৃত আসামীদের বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ ধারায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply