নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, বাড়ির আঙ্গিনায় খেলার সময় কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী আব্দুল মালেক (৬০)।
গত সোমবার উপজেলার ধোপাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল মালেক তিন সন্তানের বাবা এবং সম্পর্কে ভুক্তভোগীর দাদা হন। থানা পুলিশ বলছে এখনো অভিযোগ পাইনি।
পারিবারিক সূত্র জানায়, ওই দিন দুপুরে বাড়ির আঙ্গিনায় সমবয়সীদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় টাকার লোভ দেখিয়ে তাঁকে ঘরে ডেকে নেন আব্দুল মালেক। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন।
এরপর শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি জানতে পারে পরিবার। পরে তাঁকে পাশের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
ভুক্তভোগীর বাবা বলেন, ‘মেয়েটাকে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। বর্তমানে ওর অবস্থা আশঙ্কাজনক। গণ্যমান্যদের বিষয়টি জানিয়েছি। এর আগেও আব্দুল মালেক একাধিকবার এ কাজ করেছে বলে জানায় মেয়েটি।
টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করতে মাতবররা চাপ দিচ্ছেন। আমরা গরীব মানুষ এর বিচার চাই।’ শিশুটির সম্পর্কের দাদা ও স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইব্রহীম মিয়া বলেন, ‘যেহেতু এটা পারিবারিক বিষয় মিমাংসার চেষ্টা চলছে। চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার (২ জুন) তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে আনা হয়েছে।
বর্তমান ইউপি সদস্য আবু সাঈদ বলেন, ‘ঘটনাজানার পরপরই চেয়ারম্যানকে জানিয়েছি।
জানতে চাইলে এ ব্যাপারে ওই ইউপি চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ইউপি সদস্যের মাধ্যমে ঘটনাটি শুনেছি। ওই পরিবারের কেউ এখনো আসেনি। অপরদিকে, এ বিষয়ে জানতে অভিযুক্তের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।’
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি। ভুক্তভোগী শিশুর পরিবারকে থানায় আসতে বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply