নিজস্ব প্রতিনিধিঃ বিএনপি’র ছাত্র নেতা জগলুর রক্তের মধ্যে দিয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা শুরু হয়েছিল টাঙ্গাইল থেকে। তখন ষড়যন্ত্র করেও সে ক্ষমতায় থাকতে পারেনি। ইনশাআল্লাহ, আপনারা সকল নেতাকর্মীরা ঘরে বসে না থেকে আন্দোলন-সংগ্রামের জন্য রাজপথে যদি নামেন তাহলে আমি আন্তরিকতার সাথে বলতে চাই, এই সরকারের পতন হবেই হবে। আপনারা ঐক্যবৃদ্ধ থাকবেন।
শুক্রবার (৩ মে) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি আয়োজিত পৌর শহরের উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সদস্য সচিব সেলিমুজ্জামান তালুকদার সেলুর পরিচালনায় পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা শাখা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম হু-হু করে বৃদ্ধি পাচ্ছে। আর এসব বিষয় নিয়ে সরকার প্রতিদিনই মিথ্যা কথা বলেই যাচ্ছেন। তারা বর্তমানে প্রশাসনের উপর ভর করে ক্ষমতায় আছে। তাই আপনারা নেতা-কর্মীরা আওয়ামী লীগের সরকারের মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে মানুষকে অবহিত করবেন। অতএব, আন্দোলন সংগ্রাম না করে ভীতুর মতো বসে থাকা যাবে না।
উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের উদ্দ্যেশে করে সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, ভূঞাপুর-গোপালপুর উপজেলায় জাতীয় পর্যায়ে নেতা রয়েছেন। তারমধ্যে একজন সাবেক উপ-শিল্পমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু ও তার ভাই যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তাই আপনারা গুরুত্¦পূর্ণ এলাকায় রয়েছেন। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে রাজপথে নামতে হবে।
এছাড়া পরামর্শ ও কর্মী সভায় উপজেলার ৬টি ইউনিয়নের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে টাঙ্গাইল জেলা সদস্য সচিব সানু আরও বলেন, আন্দোলনকে জোরদার ও সফল করার জন্য বর্তমান কমিটিকে আজ থেকে বিলুপ্ত করা হলো। যতদ্রুত সম্ভব সব ইউনিয়নের সকল ওয়ার্ডগুলোতে আহবায়ক কমিটি করার পর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠনের আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহেল কাফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট লুৎফর রহমান ভোলা, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া, শাহজাহান কবির লিটন, ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভুট্টো ও পৌর বিএনিপ’র আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
Leave a Reply