মির্জাপুরে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের গগেন চন্দ্র দাসের ছেলে গৌরাঙ্গ দাস (৩৪), পাগারী চন্দ্র দাসের ছেলে শীতল চন্দ্র দাস (৩৫) ও ফতেপুর ইউনিয়নের কুর্ণি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া (৪০)।

মির্জাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন গত সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার কদিম দেওহাটা ও কুর্ণি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদন্ড দেন। এ সময় দেওহাটা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান উপস্থিত ছিলেন।

মির্জাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জুবায়ের হোসেন জানান, তারা জনসম্মুখে বসে মাদক সেবন করছিলো। অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap