নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ৪ জুন ‘Semiparametric Quantile Regression’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রধান অতিথি প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের বিভাগের সেমিনার কক্ষে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর ধনেশ্বর চন্দ্র সরকার। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল সেমিনারের সভাপতিত্ব করেন। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সৃষ্টি ও বিতরণের জায়গা। এখানে গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা হয় এবং সেমিনারের মাধ্যমে সেই জ্ঞান বিতরণ করা হয়।
Leave a Reply