নিজস্ব প্রতিনিধিঃ র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
রোববার (৫ জুন) সকালে ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐ কতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। পরে পৌরউদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
Leave a Reply