সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আনসার সদস্যদের নির্বাচনের ডিউটি দেওয়ার নামে ঘুষ দূর্নীতিসহ টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে।
একাধিক লিখিত অভিযোগের তথ্য মতে জানা যায়, বিভিন্ন সময়ে ইউপি নির্বাচনী কেন্দ্র ও পূজামন্ডপে আনসার নিয়োগে প্রত্যেক সদস্যদের কাছ থেকে উৎকোচ নেয়া, বাইসাইকেল বিতরণের নামে ২০০০ টাকা হাতিয়ে নেয়া , কমান্ডার ও সহকারি কমান্ডার নিয়োগ বানিজ্যেসহ নানা অভিযোগ তুলে ভুক্তভোগী আনসার সদস্যরা মহাপরিচালক বরাবর অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন।
লিখিত অভিযোগে স্বাক্ষরকারী আনসার ভিডিবি সদস্য সবুজ আল মামুন বলেন, টাকা না দিলে ডিউটি দেন না। আমি ৬০০ টাকার বিনিময়ে একটি ডিউটি পেয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার কারণে আমাকে জেলহাজতের ভয় দেখাচ্ছেন।
রুহুল আমিন বলেন, আমি সাধারণ আনসার সদস্য টাকা না দিয়ে ডিউটির কথা বললে ব্যাপক গালাগালি করেন। অনিয়মের প্রতিবাদ করলে মামলার ভয় দেখান।
নাম প্রকাশে ইচ্ছুক নয় এক আনসার সদস্য বলেন, টাকা ছাড়া কেউ সাইকেল পায় নাই। আমি সিরাজুল স্যারকে টাকা দিয়ে সাইকেল পাইছি।
কাকড়জান ইউনিয়নের আনসার ভিডিপির দলনেতা মো. রফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা সিরাজ স্যারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কমান্ডার বানানো নামে এক আনসারের কাছে টাকা চাওয়ার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। যা বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অভিযুক্ত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগ বিষয়ে জানতে চাইলে বলেন, হ্যাঁ অনিয়ম করছি, পত্রিকায় লিখে যা পারেন করেন। এই বলে কল কেটে দেন। পরে একাধিক বার ফোন করলেও রিসিভ করেনি ।
জেলা আনসার ভিডিবি কমান্ড্যান্ট মো.ইব্রাহিম খলিল বলেন, এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply