নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) ও ইউনিয়ন পযায়ে মাছ চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পযার্য়) মৎস্য অধিদপ্তরের আওতায় ৩০% ভর্তুকি সহায়তায় মাছ পরিবহনযোগ্য পিকআপ ভ্যান বিতরণ এবং এরেটর ও মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
৪ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অফিস হতে মাছ পরিবহনযোগ্য ৪টি পিকআপ ভ্যান, ৫ টি এরেটর ও ৪ জন চাষীকে মাছ চাষের উপকরণ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী।
টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাছ চাষি সমিতির সদস্যগণ।
Leave a Reply