নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সাযেন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘শুধুমাত্র একটি পৃথিবী’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে ১ম একাডেমিক ভবনের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আল মামুন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হকসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply