বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়েছে। চিরকুটের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিদিন সকালবেলা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের নিয়ে হাঁটতে বের হন সেলিম খান। বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ড্র একটি নির্দিষ্ট জায়গায় প্রতিদিন বিশ্রাম নেন তিনি। রোববারও (৫ মে) তার ব্যত্যয় ঘটেনি। যে বেঞ্চে বসে তিনি বিশ্রাম নেন তার নিচ থেকে এদিন সকাল ৮টা নাগাদ একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা—সিধু মুসওয়ালার মতো অবস্থা হবে।
কিছুদিন আগে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে হত্যা করা হয়েছে। এ নিয়ে সরগরম গোটা ভারত। একে-৪৭ থেকে ৩০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় এই তরুণ গায়ককে।
এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম প্রকাশ্যে আসতেই বলিউড অভিনেতা সালমানের খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই পুলিশ। লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে রয়েছেন সালমান খান। এরই মধ্যে এলো হত্যার হুমকি।
Leave a Reply